খুলনার পাইকগাছায় মোটরসাইকল ও মাইক্রা মুখামুখি সংঘর্ষ দাদা নিহত ও নাতি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যার পর। উপজেলার লস্কর ইউপির চর মসজিদের সামনে। পুলিশ মাইক্রো ড্রাইভারকে আটক ও মাইক্রাবাসটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জানা যায়, কয়রা উপজেলার হরিনগর গ্রামের খরোশেদ সরদারের ছেলে আশরাদ আলী (৫৫) ও নাতি মাহবুব সরদারের ছেলে বাচ্চু সরদার (২৫) পাইকগাছা শিবসা ব্রিজের নিচে গালের নৌকা মেরামত করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে লস্কর ইউপির আলমতলা চর মসজিদ নামক স্থান পৌঁছাল বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দাদা আরশাদ আলী ও নাতি বাচ্চু আহত হয়। এলাকাবাসী তাদেরকে হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার দাদা আরশাদ আলীকে মৃুত্যু ঘোষণা করে। পুলিশ সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমক হাসপাতালে পাঠান। নাতি বাচ্চু সরদার পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে থানা হেফাজতে রেখেছে। ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।