পঞ্চগড়ের বোদায় সরকারি কর্মকর্তাদের সহিত সরকারি সেবায় ফেডাশেন সদস্যদের অংশগ্রহণ বিষয় এক মতবিনিময় সভা সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজামান সুজা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন, আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর সিনিয়র ডেভলাপমেন্ট কর্মকর্তা সুমনা চৌধুরী। এ সময় উপজেলার ১০টি ফেডারেশন চেয়ারম্যন সহ এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।