চন্দনাইশ উপজেলার দোহাজারীতে পুলিশ অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবা টেবলেট ও বহনকারী গাড়িসহ দুই জনকে আটক করেছে। জানা যায় সোমবার ভোর রাতে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চেক পোষ্ট বসিয়ে সিটি সেন্টারের সামনে থেকে চট্টগ্রামগামী একটি ব্লু রংয়ের পিক আপ (ঢাকা মেট্টোÑন-১৫-৮৮২২)এ তল্লাশি চালিয়ে ১০হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করেন। পুলিশ এ সময় ইয়াবাবহনকারী পিকআপ সহ রামু থানার শুক্কুর মেম্বার বাড়ির নুরুল আলমের ছেলে মো: তারেক (২১) ও কুমিল্লা জেলার দেবিদ্ধার থানা খাদঘর এলাকার আবদুল মালেকের ছেলে আল আমিন (৩৫) কে আটক করেন পরে আটককৃতদেরকে মাদক আইনে মামলায় কোট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেন।