খুলনার পাইকগাছায় শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী শুভেচ্ছা পুরস্কারের ঘোষণায় সর্বত্রই সাড়া মিলেছে। নির্বাহী অফিসারের ব্যতিক্রমধর্মী এ উদ্যোগেকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিশুর জন্ম নিবন্ধেনর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ৮ নভেম্বর রোববার সকালে চাঁদখালী ইউনিয়ন পরিষদে সরেজমিনে গেলে ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আব্বাস উদ্দীন জানান, ইউএন'ও স্যারের পুরস্কার ঘোষণায় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে গতদিনে ইউনিয়ন বাসিন্দা ডঃ মশিউর রহমানের শিশুপুত্র ডাক নাম "আইয়ান" ও গজালিয়া গ্রামের লিপু বিশ্বাসের ছেলে "লিয়ন"এর জন্ম নিবন্ধন করে পুরস্কার গ্রহণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল সরদার, ইউপি সদস্য ও জন্ম নিবন্ধন স্থায়ী কমিটির সভাপতি লুৎফর রহমান, মশিউর রহমান রাজু, শফিকুল ইসলাম ওপরিষদ সচিব মোঃ আব্বাস উদ্দীন প্রমুখ।