মোল্লাহাটে জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ তার মা রিজিয়া নাসের ও সহধর্মিনী রূপা চৌধূরীর আশু সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আসর নামাজ অন্তে কোদালিয়া দক্ষিন পাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল হয়। ওই দোয়া মাহফিলের আয়োজন করেন কোদালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ সাধারণ সম্পাদক মরহুম সাইফুল ভূইয়ার সহধর্মিনী ইউনিয়ন আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক অহিদা বেগম। এ সময় শেখ পরিবারের সকলের সুস্থ্য ও দীর্ঘ জীবন কামনাসহ দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামান করা হয়। কোদালিয়া হামিদিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ গোলাম কিবরিয়ার পরিচালনায় ওই দোয়ায় অংশ নেন মোঃ আকরামুজ্জামান ভূইয়া প্রমূখ।