বকশীগঞ্জ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার বিকালে ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মুন মুন জাহান লিজা ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। প্রায় ঘন্টাব্যাপী অভিযানের পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেন ইউএনও। তাৎক্ষনিক ১০ হাজার জরিমানা দিয়ে ছাড় পান ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক খোকন আকন্দ। ভ্রাম্যমান আদালত চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী ও এ,এস আই আসাদ প্রমূখ উপস্থিত ছিলেন।