বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪০তম ও মহান রুশ বিপ্লবের ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১১টায় রংপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসদ রাজশাহী-রংপুর বিভাগীয় সমন্বয়ক কমরেড এড. সাইফুল ইসলাম পল্টু। জেলা সদস্যসচিব মমিনুল ইসলামের সঞ্চালনে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক জননেতা কমরেড আবদুল কুদ্দুস। এ ছাড়া বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট রংপুর মহানগর কমিটির সভাপতি মাজেদুল ইসলাম দুলাল, ক্ষেতমজুর কৃষক ফ্রন্টের জেলা সাধারন সম্পাদক অমল সরকার ,জেলা সদস্য ও মিঠাপুকুর উপজেলার আহ্বায়ক কমরেড আতিয়ার রহমান, পীরগাছা উপজেলা সদস্য বিঞ্চুচরণ রায়, মহিলা ফোরামের জেলা সংগঠক গোলাপী বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা।
কমরেড সাইফুল ইসলাম পল্টু বলেন, ভোটারবিহীন বর্তমান সরকার দেশে অনিয়ম-দুর্নীতি,ব্যাংক ডাকাতি,অর্থ পাচার,চাঁদাবাজি,দখল ,দলীয়করণ,স্বেচ্ছাচারিতা অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। সন্ত্রাস,খুন,গুম,বিচার বহির্ভূত হত্যাকান্ড,ধর্ষণ,নারী-শিশু নির্যাতনসহ সকল প্রকার অপকর্ম চলছে। তিনি আরও বলেন, করোনাকালে সরকার দেশী-বিদেশীদের লুটেরাদের স্বার্থে ২৫টি রাষ্ট্রয়াত্ব পাটকল বন্ধ করে জনস্বার্থ বিরোধী কাজ করেছে। লুটেরা বুর্জোয়াদের এসকল শাসন-শোষণ এর বিরুদ্ধে সকল বাম প্রগতিশীল রাজনৈতিক দলের আন্দোলন গড়ে তুলতে হবে। বাসদ রংপুর জেলা নেতা কমরেড কুদ্দুস বলেন, দেশ এখন আমলা,আর্মি ও পুলিশ দিয়ে চলছে। ভোটারবিহীন এই সরকারের সময় পুলিশ জনবান্ধব না হয়ে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সম্প্রতি পুলিশ প্রশাসনের উপস্থিতিতে লালমনিরহাটে রংপুরের কৃতী সন্তান জুয়েলকে নৃর্মশভাবে হত্যা, ডিবি পুলিশের এএসআই রাহেনুল কর্র্তৃক স্কুল ছাত্রী ধর্ষণ,সিলেটে ব্যাবসায়ী রায়হান হত্যা, টেকনাফে (অব:) মেজর সিনহ কে গুলি করে হত্যা তারই প্রমাণ। এসবের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দেলনকারীদের উপর সরকার প্রত্যক্ষ-পরোক্ষ মদদে পুলিশী হয়রানী জেল জুলুম জারি রেখেছে। তিনি তিস্তাসহ ৫৪টি অভিন্ন পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানান। বক্তারা অবিলম্বে রংপুরের জুয়েলের হত্যাকান্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সমাবেশ শেষে বাসদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা নানান দাবি সম্বলিত ব্যানার,ফেস্টুনসহ লাল পতাকার বিশাল মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি বাজার হয়ে প্রেসক্লাবের সামনে এসে কর্মসূচিটি শেষ হয়।