দীর্ঘ ১৬ বছর ধর্ষন মামলার রায় ঘোষনা করা হয়েছে। রংপুরের বদরগজ্ঞে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে ধর্ষক রেজওয়ান আলীকে কে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত ২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় প্রদান করেন।
মামলার বিবরনে জানা গেছে রংপুরের বদরগজ্ঞ উপজেলার কালুপাড়া গ্রামে আবআদুস সাত্তারের কন্যা তার স্বামী ঢাকায় রিকশা চালানোর কারণে অনুপস্থিতির সুযোগে ২০০৪ সালের ২ মার্চ্চ তারিখে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাসার পেছনে গেলে আসামি রেজওয়ান আলী গৃহবধুকে পেছন থেকে জাপটাইয়া ধরে ছোড়ার ভয় দেখিয়ে উপযুপরি ধর্ষন করে। তার আত্মচিৎকারে আশে পার্শ্বের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন ৩ মার্চ্চ ২০০৪ সালে বদরগজ্ঞ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আসামীর বিরুদ্ধে চার্জসীট দাখিল করে। ৮ জন সাক্ষী ও ডাক্তারের সাক্ষ্য ও জেরা শেষে আসামি রেজওয়ান আলীকে দোষি সাব্যস্ত করে বিচারক এ রায় প্রদান করেন। আসামি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রায় প্রদান করেন বিচারক। সেই সাথে গ্রেফতার হবার পর রায় কার্যকর হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন। নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন অ্যাডভোকেট জানান এ রায়ে তারা সন্টষ্টি প্রকাশ করেছেন।