ইন্দুরকানীতে ধর্ষনের মিথ্যা অভিযোগ দিয়ে টাকা ও গরু লুট করেছে মেয়ের জামাই। শনিবার উপজেলার প্রত্যান্ত অঞ্চলে বালিপাড়া ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিনে গেলে জানা যায়, উপজেলার বালিপাড়া গ্রামের আশ্রাফ মল্লিকের ছেলে শাহ আলম মল্লিক কে তার মেয়ের জামাই চন্ডিপুর গ্রামের শহিদুল হাওলাদের ছেলে ফয়সাল হাওলাদার ধর্ষনের মিথ্যা অভিযোগ দিয়ে তার শশুরকে বেদারক মারপিট করে। বাড়ী থেকে তাড়িয়ে দিয়ে তার গোয়ালে থাকা ৫টি গরু ও ঘরে থেকে ৫৫হাজার টাকা সহ অন্যান্য মালামাল তার নিজ বাড়ীতে নিয়ে যায়। এ ব্যাপারে শাহ আলমের ছেলে তরিকুল জানান, আমার বোন জামাই ফয়সাল শনিবার তার এলাকার ২০/২৫ জন লোক নিয়ে আমাদের বাড়ীতে আসেন। আমাদের বাড়ী পাশ্ববর্তী জোসনা বেগমের সাথে আমার পিতাকে অবৈধ সম্পর্কের অপবাদ দিয়ে এবং আমাদের ভুল বুঝিয়ে আমার পিতাকে বেদরক মারপিট করেন। একপর্যায়ে আমার পিতা জীবন রক্ষার্থে দৌড়ে পাশ্ববর্তী এক বাড়ীতে আশ্রায় নেন। আমার পিতাকে আমরা খোজতে গিয়ে তখন আমার বোন জামাই ফয়সাল ও তার সাথে থাকা লোকজন আমাদের গোয়ালে থাকা ৫টি গরু ও ৫৫ হাজার টাকা সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। হামলাকারীরা জোসনা বেগমের বাড়ীতে গেলে জোসনা বেগম ৯৯৯ ফোন করে পুলিশের সহায়তা চাইলে ইন্দুরকানী থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী জানান, লুটকৃত মালামাল উদ্ধার ও পরিবারের শশুর জামাই এর মধ্যে সম্পর্ক স্থায়ী করার জন্য চেষ্টা করছি।