ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (দ:)্র ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে অবমাননা করার প্রতিবাদে গতকাল ৮ নভেম্বর বিকাল ৩ টায় গাছবাড়িয়া কলেজ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যবস্থাপনায় মুসলিম তাওহিদী জনতা নামক সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা শেষে হাজার জনতার একটি বিক্ষোভ মিছিল গাছবাড়িয়া এলাকা প্রদক্ষিণ করে। মুহতামীম আলহাজ্ব মওলানা আবদুল চত্তার শাহ সাহেবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,বিশিষ্ট লেখক মওলানা আবদুল হাকিম,মওলানা এমদাদ উল্লাহ মুরাদাবাদী, মুফতি মওলানা ফয়সল ,মওলানা আবদুল্লাহ সুলতানী, মওলানা কামাল উদ্দিন, মওলানা মো: বিন তৈয়ব খালেদ, মওলানা ইউনুচ, মওলানা আবু তৈয়ব, মওলানা মাহাবুব মন্নান, মওলানা আবদুল রাজ্জাক, মওলানা তাজুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, মুসলিম উম্মার প্রাণ মহানবী হযরত মুহাম্মদ (দ:)কে অবমাননা করায় ফ্রান্সের রাষ্ট্র প্রধানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যতায় ফ্রান্সের দূতাবাস বন্ধের পাশাপাশি সব ধরনের পণ্য বর্জনের মাধ্যমে সকলকে ওহাবী-সুন্নী এই ভেদাভেদ না করে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান।