খুলনার পাইকগাছায় প্রথম শ্রেণী পৌরসভায় অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। পৌরসভাস্থ খুলনা-পাইকগাছা প্রধান সড়কসংলগ্ন সরল বাজারে এ বেআইনি ভাবে পাকা স্থাপনা নির্মাণ বন্ধের পতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত রয়েছে। ৭নভেম্বর শনিবার বিকালে পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়নকমিটি ও স্থানিয় খুচরা ব্যাবসায়িদের উদ্দ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুরূপভাবে ৫নভেম্বর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়নকমিটি। সংগঠনের সভাপতি আবদুল মজিদ গাজী সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান অতিথি, পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও নাগরিক অধিকার বাস্তবায়নকমিটির প্রতিষ্ঠিত সভাপতি অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল, আবদুল মজিদ বয়াতি, আফছার আলী বয়াতি, নজরুল ইসলাম গোলদার, পৌর কাউন্সিলার মো. আলাউদ্দিন গাজী, রবীন মন্ডল ও আবুল কাসেম গাজী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ৫টি কারণ উল্লেখ করে বলেন। দেশে প্রচালিত আইন মহানগর বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকা সহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০অনুযায়ী কোনো জলধার বিনিষ্ট করা যবেনা। যেহেতু পাকা স্থাপনা নির্মাণের উদ্যোগ সংবিধানের মৌলিক অধিকার পরিপন্থী। বর্তমান আইনে মেইন সড়কে দু'পার্শ্বে ১০মিটার ফাঁকা জায়গা রেখে নতুন স্থাপনা করার নির্দেশ থাকলেও ওই স্থাপনার ক্ষেত্রে সেটা মানা হচ্ছে না। স্থাপনা নির্মাণের জন্য কোনো কর্তৃপক্ষ অনুমতি নেওয়া বা টেন্ডার হয়নি। এলাকাবাসীর অভিযোগ সরকার বিরোধী লোক মানুষের সুয়েপ পানির আঁধার নষ্ঠ করে এ ধরনে অবৈধ স্থাপনা নির্মাণে উদ্যোগ নিয়েছে। স্থাপনাটি নির্মাণ হলে সুপেয় পানির আঁধার নষ্ট হবে। মানুষ খাবার পানির সংকটে পড়বে বলে বক্তারা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্মকর্তা কাছে অবৈধ স্থাপনা জরুরী ভিত্তিতে বন্ধ করার আহবান করেছেন।