ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ঝিনাইদহ কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের মেইন বাস টার্মিনালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদ কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও গন অবস্থান কর্মসূচি পালন করে।
ঐক্য পরিষদের নেতা বীর মুক্তিযোদ্ধা বাবু মন্টু গোপালের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, বেভারেজ জন তালুকদার, তীথি রানীভদ্র, প্রশান্ত কুমার খা, বিশ্বনাথ মজুমদার, দেবাশিষ সাহা, রিন্টু সাহা, বলরাম দাস, মিঠুন পাল, রিতা বিশ্বাস, মহেন্দ্রনাথ রায়, অমলেন্দু বিশ্বাস, প্রফেসার বিপলব বিষœু ও পরিতোষ দাস প্রমুখ।