ঝিনাইদহে হরিণাকুন্ডুতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পারভীন জামান কল্পনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রন্জন গুহ্, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু কে গন সংবর্ধনা জানালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
শনিবার বিকালে উপজেলার ক্রীড়া সংস্থার মাঠে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ফিরোজ সালাউদ্দীন এর সভাপতিত্ব ও যুগ্ন- আহ্বায়ক রাফেদুল হক সুমন এর সঞ্চালনায় গণ- সংবর্ধনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
গণ- সংবর্ধণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা।
হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন এর সার্বীক ব্যবস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ্, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি মজিবর রহমান স্বপন, যুগ্ন- সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধূরী, সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মূুকুল, উপজেলা আওয়ালীগের সাবেক যুগ্ন- আহ্বায়ক আফজাল হোসেন, সাবেক ছাত্র নেতা ও ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, সাবেক ছাত্র নেতা ও ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, সাবেক ছাত্রনেতা ও পৌর আওয়ালীগের সাধারণ সম্পাদক( একাংশের) ফারুক হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন- আহ্বায়ক আব্দুল্লাহ্ মারুফ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন- আহ্বায়ক রুবেল রানা।