পিরোজপুরের নাজিরপুরে সালিশ-বৈঠক অমান্য করে মো. বেল্লাল হোসেন কাজী (৪২) নামের এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই ইউপি সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে। আর হামলাকারী মো. তোফায়েল হোসেন দিদার খান ওই গ্রামের জেলানী খানের ছেলে। আহত ইউপি সদস্য বেলাল ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বলে জানা গেছে। আহত ওই ইউপি সদস্য ও সালিশÑবৈঠকে থাকা উপস্থিতদের দেয়া তথ্য অনুযায়ী জানা গেছে, ওই তোফায়েল হোসেন দিদার গত ২৭ অক্টোবর স্থানীয় আ. জব্বার খানের স্ত্রী সুবেদা বেগম (৩৬ )কে মারধর করে। এ নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ভাবে সালিশ-বৈঠক বসে। ওই সালিশ-বৈঠকে অভিযুক্ত তোফায়েল আহম্মেদ দিদার সালিশে উপস্থিতিদের অমান্য করে। এ নিয়ে ইউপি সদস্য তাকে শান্ত হতে বলল্লে তাকে (ইউপি সদস্য) প্রথমে ঘুষি ও পড়ে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ব্যাপারে জানতে অভিযুক্ত তোফায়েল আহম্মেদ দিদারের মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মোস্তফা কায়সার জানান, ওই ইউপি সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তবে তার শরীরের কোথাও হাড় ভাঙ্গা জখম পাওয়া যায় নি। নাজিরপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।