কচুয়ায় শনিবার সকাল ১০টায় “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ উপজেলা শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় সমবায় দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া আইডিয়াল বহুমুখি সমবায় সমিতির সদস্য মীর আওসাফুর রহমান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ, সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ কচুয়া এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) হরপ্রসাদ মিস্ত্রী,কচুয়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ মনি শংকর পাইক, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস।অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমাউন কবির।
অনুষ্ঠানে বক্তৃতা করেন সমিতির সদস্য খান মারুফ হোসেন, মোঃ তুহিন খান, মোঃ আজমীর আলম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল সমবায় সমিতির সভাপতি সম্পাদক ও সদস্যবৃন্দ।