নওগাঁর মান্দায় শনিবার বেলা ১১টার দিকে আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সামসুল আলম প্রামানিক।
উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু ও মনোজিৎ কুমার সরকার, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আফাজ উদ্দিন মোল্লা প্রমুখ।