“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে (৭ নভেম্বর) শনিবার সকালে নানা আয়োজনে৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা চত্তরেউপজেলা প্রশাসনের,উপজেলা সমবায় কার্যালয় এবং সমবায়ীবৃন্দ যৌথ উদ্যেগে আনুষ্ঠানিক এ কর্মসূচির যাত্রা শুরু হয়। সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের যাত্রা শুরু হয়। এ ছাড়া সকাল ১০-৩০ মিঃ সময় উপজেলা পরিষদ চত্বর থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষির্ণ শেষে উপজেলা অডিটরিয়াম হল রুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা এসএম নিজাম উদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,
পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, আত্রাই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, লাল পাড়া-পৈঁসাওতা পানী ব্যব¯’াপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,সিংসাড়া রিষি পাড়া যুব-সমবায় সমিতির সভাপতি লুৎফর রহমান,বামনী গ্রাম মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি অজিৎ হালদার, মিরাপুর রুপকল্পনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,আত্রাই থানা মহিলা উন্নয় সমবায় সমিতির সভানেত্রী শাহিনা আকতার প্রমূখ।