৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে শনিবার ঝিনাইদহ কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রাণী সাহা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক,বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শীবলী নোমানী , মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও সমবায় সমিতির সভাপতি আনোয়ারুল কবির, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি ও সমবায় সমিতির লিঃ সাধারণ সম্পাদক গোলাম রসুল। এছাড়াও উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সাইদুর রহমান রেজা, উপজেলা সমবায় অফিসার আসলাম খান, যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান এবং কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি,সম্পাদক ও সদস্যগণ।