খুলনার দাকোপে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০ উদ্যাপন উপলক্ষে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মর্তুজা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা প্রনয় রঞ্জন মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য কে, এম কবীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ গাজী, সমবায়ী শফিজুল ইসলাম, বিষ্ণুপদ কয়াল, অনিতা গাইন, সহকারী অফিস পরিদর্শক লস্কার সাহাবুর রহমান, পুরঞ্জন গাইন, মোঃ রাজিব শেখ প্রমুখ।