“বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড: ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম। সভায় বক্তারা জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা শেষে সফল সমবায় আতœকর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।