”বঙ্গবন্ধু দর্শন -সমবায় উন্নয়ন ” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয় । পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এর সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড: এম মতিউর রহমান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, বিআরডিবির চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক আলমগীর কবির মান্নু ,জেপি নেতা মনিরুজ্জামান রানা প্রমুখ।