চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশস্থ গাছবাড়িয়া ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে গত শুক্রবার একটি চট্রগ্রামগামী (চট্ট:মেট্টো-নং -১১-৩৭৯৪)সুপারীবাহী ট্টাকে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৩শত ৫পিস ইয়াবার উদ্ধার করেছে র্যাব -৭। এ সময় র্যাব ট্রাক চালক-টেকনাফ এলাকার কুলাল পাড়ার আবদুল ছালামের ছেলে মো: ফারুক (২৯) ও হেলপার শাহ পীর দ্বীপ এলাকার নবী হোসেনের ছেলে মো: সেলিম উদ্দিন (২৪)কে আটক করেন। এ ঘটনায় রাতে র্যাব - ৭এর এসআই প্রশান্ত কুমার ভৌমিক চন্দনাইশ থানায় বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। পরে আটককৃতদের কোট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার কর্মকর্তা ইনচার্জ নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেন।