আরকান মহাসড়কের দোহাজারীতে হিন্দু ,বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় কুমিল্লায় হিন্দু সম্প্রায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দোহাজারীস্থ প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে হাজারী টাওয়ারের সামনে গণÑঅবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে শতশত নারী পুরুষ অংশগ্রহণ করেন। চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উৎফল রক্ষিতের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন,বিষ্ণুযশা চক্রবর্তী,বলরাম চক্রবর্তী ,আবদুল্লা আল নোমান বেগ,লোকমান হাকিম,জামাল উদ্দিন মেম্বার ,শাহ আলম মেম্বার ,সমিরণ দাশ তপন,কুন্তা বড়–য়া,শ্যামল চক্রবর্তী,কৃষ্ণ চক্রবর্তী,বিকাশ নাথ প্রমুখ। বক্তারা অবিলম্বে তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আহবান জানান।