জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগের সভাপতি মোহাম্মদ সেলিম বলেছেন- আওয়ামী লীগের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি। যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কাজ করবো। নেত্রীর পক্ষ থেকে যখন যে নির্দেশ আসবে তা সঠিকভাবে পালন করবো। তৃণমুলের একজন কর্মী হিসেবে যতটুকু সম্ভব দলের জন্য কাজ করবো। এতে যে কোন ত্যাগ স্বীকার করতেও তৈরী আছি। নিজের মধ্যে কখনো লোভ-লালসা ছিলনা। বরং দলের জন্য বার বার ক্ষতিগ্রস্থ হয়েছি। তবুও দলের জন্য অনেক ভালবাসা আছে এবং থাকবে। অতীতে সাধারণ মানুষের যেভাবে পাশে ছিলাম, সামনেও থাকবো। যতই বাধা আসুক; অসহায় মানুষের জন্য কাজ অব্যাহত রাখবো। যারা সন্ত্রাস এবং লুটপাট চালায়, তারা কখনো দেশ এবং জনগণের বন্ধু হতে পারেনা। তারা এই দেশের শত্রু।
শনিবার সকালে শীর্ষ অনলাইন সংবাদ সংস্থা এফএনএসকে(ফেয়ার নিউজ সার্ভিস) দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। এ সময় এক প্রশ্নের জবাবে সেলিম বলেন, মানুষকে ভালবাসার মধ্যে দিয়েই প্রকৃত বিনোদন পাওয়া যায়। আর হিংসা করলে নিজেরই ক্ষতি হয়। পদ হারালে অনেক জনপ্রতিনিধি অতীতের ভুল বুঝতে পারেন। আর দায়িত্বে থাকলে নিজের মধ্যে অহংকারবোধও চলে আসে। যারা গরীব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করেন, তাদেরকে আমি পছন্দ এবং সমর্থন করি। কারণ, আমি নিজে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছিনা। সন্ত্রাস ও দুর্নীতিকে বরাবরেই ঘৃণা করি। এজন্য মানুষও আমাকে অনেক ভালবাসেন। বিপদে-আপদে ডাকেন। তাদেরই টানে আমি যতই ব্যস্ত থাকি শহরের নানা জায়গায় ছুটে যাই। এই ছুটে চলার মধ্যে কষ্ট হলেও মনে আনন্দ থাকে। নিজের সমস্যার কথা তুলে ধরে সেলিম বলেন, দীর্ঘ ৪৫বছর রাজনৈতিক জীবনে কিছুই পায়নি। পরিবারের কাউকে চাকুরী দিতে পারিনি। আমার নিজের এক মেয়েকে আগ্রাবাদ মহিলা কলেজে অনেক আশা নিয়ে ভর্তি করেছিলাম। সেখানেও দেখি দুর্নীতি চলছে রমরমা। শেষ পর্যন্ত টাকার অভাবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র পর্যন্ত নিয়ে আসতে পারিনি। আরেক মেয়েকে এইচএসসিতে ডা. ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজে ভর্তি করতে গিয়ে ছিলাম। সরকার সর্বমোট তিন হাজার টাকা ভর্তি নির্ধারণ করে দিলেও ওই কলেজ কর্তৃপক্ষ ৪৭০০টাকা দাবি করায় মেয়েকে আর কলেজে ভর্তি করাতে পারিনি। ছোট মেয়েকে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে। সেখানেও চলছে নানা অনিয়ম। তার খরচ চালাতেও হিমশিম খাচ্ছি। এজন্য আমি দিশেহারা। শিক্ষার ক্ষেত্রে এই দুর্র্নীতি মেনে নেওয়া যায়না।
মো. সেলিম আক্ষেপ করে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর, থানা ও ওয়ার্ডের নেতারা এই মহামারীর মধ্যে আমার খবর রাখেনি। সরকার গরীব অসহায় মানুষদের জন্য হাজার হাজার কোটি টাকা বিভিন্ন মাধ্যমে ব্যয় করেছে- এই খবর শুধু খবরের কাগজে এবং টেলিভিশনে দেখতে পাচ্ছি। বাস্তবে কারা এই সাহায্য পেয়েছি; আমি জানিনা। আমাদের দলীয় নেতারা ভোট এলে মাঠে দেখা যায়, এখন তারা কোথায়? সাম্প্রতিক সময়ে তৃণমুলের মতবিনিময় সভা হলেও আমরা আমন্ত্রণ পাইনি। এখানেও আমরা অবহেলিত। দলের কল্যাণে কাজ করতে হালিশহরের সবুজবাগের খানবাড়ী রোডে অফিস চালু করেছি বহু আগেই। সেখান থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের খোঁজ-খবর রাখছি। এই করোনার সময়ে অনেক মানুষকে আমি সাহায্য করেছি। কিন্তু নিজের পরিবারের সদস্যরা এখনো এক বেলা খাবার খেলে আরেক বেলার জন্য টেনশনে থাকতে হয়। মো. সেলিম দুঃখ প্রকাশ করে বলেন, দলের মধ্যে হাইব্রীড নেতার অভাব নেই। অনুপ্রবেশকারীরা দলকে লুটেপুটে খাচ্ছে। তাদের কারণে আমাদের মতো ত্যাগী মানুষদের মূল্যায়ন নেই। সবখানেই তারা দাপিয়ে বেড়াচ্ছে। দেশের সবখানেই একই চিত্র। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। এসব জুলুমবাজদের প্রতিহত করতে হলে দলীয় আইডি কার্ড চালু করা জরুরী। যেমন- যারা দল করেন তাদেরকে দলীয় পরিচয়পত্র প্রদান করলে দলের অবস্থান আরো চাঙ্গা হবে। আমি চট্টগ্রাম বিভাগের যে কোনো জায়গায় গিয়ে কারা আওয়ামী লীগ কিংবা অঙ্গসংগঠনের দায়িত্বে আছেন; তাদেরকে সনাক্ত করতে পারবো। আইডি কার্ড চালু হলে দলের কার কি অবস্থান তাও জানা যাবে। আমি শ্রমিকদের নিয়ে কাজ করি। তারা পরিবার নিয়ে মহাকষ্টে আছে। আমার মোবাইল নাম্বার ০১৫৫৩-১৩৪৬৬৭। আমি মনে করি সরকারের মন্ত্রী- এমপিরা মাঠে তৃণমুলের খবর নিলে এমন অবস্থা হতোনা। আমাদের সন্তানেরা পড়ালেখা করতে পারছেনা-এটা বেদনাদায়ক। মাননীয় প্রধানমন্ত্রী আপনী আমার অভিযোগের বিষয়ে তদন্ত করেন-আমি সব প্রমাণ তুলে ধরবো।
দুর্নীতি বিরোধী প্রশাসনের চলমান অভিযান প্রসঙ্গে সেলিম বলেন, বর্তমানে মদ, জুয়া, ইয়াবা, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে স্বাগত জানাই। একই সঙ্গে সারা দেশে ব্যাপক উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকেও অভিনন্দন জানাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিজের সহায়-সম্বল বিক্রি করে ১১টি জেলায় কাজ করছি। এক জেলা থেকে আরেক জেলায় ছুটে চলেছি। তবে চলমান অভিযান সকল সরকারি-বেসরকারি অফিসেও হওয়া উচিত। আমি বিগত বিএনপি সরকারের আমলে একাধিকবার মামলা-হামলার শিকার হয়েছি। এত কষ্টের পরেও তবুও দলকে ভালবেসে ধরে রেখেছি। এখন দল ক্ষমতায় থাকলেও কারও ওপর অত্যাচার চালায়নি। চট্টগ্রাম সিটিরিক্সা শ্রমিকলীগের (রেজি:নং-২১০৩) সভাপতি এই সেলিম আরো বলেন, গত কয়েক বছরে মাটিরাঙ্গার জামেনী পাড়ায় আমি সন্ত্রাসীদের অত্যাচারে অন্তত ৫০লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। এজন্য হতাশ হয়নি। বরং মনোবল নিয়ে জীবনের শেষ বলছি- আওয়ামী লীগের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি।
সূত্র জানায়, চট্টগ্রামের ৪১ওয়ার্ডে সেলিমের পদচারণা রয়েছে। কেন্দ্রীয় এবং মহানগরের একাধিক নেতার সাথে তাঁর সু-সম্পর্ক রয়েছে। মোহাম্মদ সেলিম চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন রিক্সা চালক-মালিক সমন্বয় পরিষদের সভাপতি, বাংলাদেশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার বহুমূখী কল্যাণ সমিতির মাটিরাঙ্গা শাখার সভাপতি, সাপ্তাহিক আলোকিত সৌরভের উপদেষ্টা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে তিনি বহু ছেলে-মেয়েকে লেখাপড়ায় সহযোগিতা করেছেন। আবার অসুস্থ গরীব রোগীদেরও তিনি সাহায্য করেন। একইসঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানেও তিনি সহযোগিতা করায় মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। বিগত সিটি নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন। পরে দলীয় সীদ্ধান্ত মোতাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের পক্ষে মাঠে কাজ করেন।