“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে পোরশায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটিতে শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজার। এতে স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল হাইয়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম, ইসলামি ফাউন্ডেশনের কেয়ারটেকার আবদুল আহাদ, মৎস সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সহ সমবায় সদস্য ও গণ্যমান্য বাক্তি বর্গ উপস্থিত ছিলেন।