চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারি মধ্যে দেশের ২৩৪টি পৌরসভার নির্বাচনের খবর শুনে খুলনার পাইকগাছা পৌরসভায় স¤া¢ব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। ইতোমধ্যে বিভিন্ন দল থেকে প্রত্যাশিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে প্রার্থীদের নির্বাচনী তৎপরতা দেখা গেছে। এ ছাড়াও পৌরসভার টিস্টোল থেকে শুরু করে বড় মার্কেট ও বিপণী বিতাণে চলছে নির্বাচনী আলাপ আলোচনা। নির্বাচন অফিস সূত্রমতে, দেশের ৩০০টি পৌরসভার মধ্যে গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর একযোগে ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে খুলনার পাইকগাছা পৌরসভার কার্যকালের মেয়াদ শেষ দিকে হওয়ায় এটি আগামী নির্বাচনী তালিকায় রয়েছে। ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামীলীগ, বিএনপি, এবি পার্টি এবং বাংলাদেশের কমিঊনিস্ট পার্টি পাইকগাছা থানা কমিটির সাধারণ সম্পাদক ও নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. প্রশান্ত কুমার মন্ডলসহ অন্যান্য সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে তাদের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানান দিচ্ছেন। অবশ্য প্রার্থীরা পরবর্তিতে নিজ নিজ দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার কথাও বলেছেন। তবে নির্বাচনের আগে আরো প্রার্থীর নাম আসতে পারে বলে পৌরবাসী মনে করছেন।
আগামী পৌরসভা নির্বাচন প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগ নেতারা জানান, এখন পর্যন্ত কোনো দলীয় নির্দেশনা আসেনি। অনেকে প্রার্থী হতে চাচ্ছেন। তবে কেন্দ্র যেভাবে নির্দেশনা দেবে সেভাবে কাজ করবেন বলে জানান। উপজেলা বিএনপি’র নেতারা জানান, পৌর নির্বাচনের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে প্রার্থীতার বিষয়টি ঠিক করবো। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, মেয়াদ শেষ হতে চলা খুলনার পাইকগাছা পৌরসভার বিষয়ে কিছু তথ্য নেওয়া হয়েছে। তবে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে।
উল্লেখ্য, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানতালে চলছে। সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ দিচ্ছেন আগাম প্রতিশ্রুতি এলাকার ভোটারদের মাঝে। এছাড়াও নানা রকম কৌশল অবলম্বন করে ভোটের মাঠে নিজেদের অনুকূলে নিতে কাজ করছেন। দলীয় সমর্থন পেতে একই আসনে একাধিক প্রার্থীর পক্ষ থেকে চলছে নানারকম তদবির, রাজনৈতিক কার্যালয়গুলোও বেশ সরগরম। তফশীল ঘোষণার সম্ভাব্য তারিখ পুরোপুরি নিশ্চিত না হলেও দলীয় সমর্থন পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীরা।