বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ও ফ্রান্সে পন্য বয়কট উপলক্ষে ইন্দুরকানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ইন্দুরকানী বাজারে বাংলাদেশ জমিয়াত যুব ও ছাত্রহিজবুল্লাহ ইন্দুরকানী উপজেলা শাখার আয়োজনে মানববন্ধনে উপজেলার রাসুলপ্রেমী সর্বস্তরের মুসলমানগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জমিয়াত হিজবুল্লাহ ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াত হিজবুল্লাহর ইন্দুরকানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ফোরকান হোসাইন, বাংলাদেশ জমিয়াত যুব ও ছাত্র হিজবুল্লাহ নেতা মোঃ জুলফিকর হোসাইন, মোঃ কাইয়ুম হোসাইন, মোঃ বেল্লাল হোসন প্রমুখ। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রূপালী ব্যাংক চত্ত্বরে শেষ হয়।