নওগাঁর ধামইরহাটে উপজেলার আলতাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম আর নেই। ইন্নাল্লিাহে--- রাজেউন। আকস্মিত এই মৃত্যুতে ঐতিহ্যবাহী এই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের ভাই এটিএম ফসিউল আলম জানান, মরহুম গছির উদ্দিন আহমেদের ছেলে প্রকৌশলী আকতারুল আলমের বড় ভাই প্রধান শিক্ষক সামসুল আলম ৬ নভেম্বর ফজরের নামাজ পড়ে রাস্তায় পায়চারী করে বাড়ী ফিরে অসুস্থ অনুভব করে এবং তাৎক্ষনিক স্ট্রোক করেন। দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিলে সিরাজগঞ্জ এলাকায় বিকেল ৪ টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ১ স্ত্রী, ৩ কন্যাসন্তান ও ভাই-বোন আত্মীয় স্বজনসহ হাজারো গুনগ্রাহী রেখে যান। ৭ নভেম্বর বাদ জোহর বড় চকগোপাল (আবিলাম) গ্রামে প্রধান শিক্ষক সামসুল আলমের নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্নকরা হবে বলে মরহুমের ভাই প্রতিবেদককে নিশ্চিত করেন।