ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবীর হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ নভেম্বর জুম’আ বাদ বাবুগঞ্জের রামপট্রি ও মহিষাদী গ্রামের যুব সমাজের উদ্যোগে ঢাকাণ্ডবরিশাল মহাসড়কের রামপট্রি নামক স্থানে এ মানব-বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজ সেবক মশিউর রহমানের উপস্থাপনায় ও এসএম সৌরভ মাহমুদ,মোঃ সোহাগ হোসেন ও মোঃ হিমেল প্রধানের আয়োজনে মানব-বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্য মোঃ সাদেক হোসেন, মোঃ মিজানুর রহমান, হাফেজ রাকিবুল ইসলাম, হাফেজ বেল্লাল হোসনে জিহাদী। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ রহমতুল্লাহ।
মানব-বন্ধন কর্মসূচিতে বক্তারা ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
তারা বলেন, ফ্রান্স সরকারের সহযোগিতায় প্যারিসের দেয়ালে দেয়ালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকর কার্টুন ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অমর্যাদা, বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত, যা বরদাশত করা হবে না। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এ ঘৃণা কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাতে হবে।
এ সময় বক্তারা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসল্লীদের এক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্যও বর্জনের ঘোষণা দেন। এ ছাড়া বাবুগঞ্জের উত্তর রাকুদিয়া জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামি আন্দোলন দেহেরগতি ইউনিয়নের উদ্যোগে মোঃ মাইনুল ইসলাম মুন্না সরদারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।