ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার সকালে ২০১৯-২০২০ অর্থ বছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকার ভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে অনুষ্ঠিত হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হেলথ ক্যাম্প অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।
হেলথ ক্যাম্প অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবদুর রশিদ খান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,নাসিনা খাতুর নেহা,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী,বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুস সাত্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম,মহেশপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাফর রহমান,মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিধ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদান প্রমুখ