রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষায় নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৯ জন, লালমনিরহাটের ৩ জন ও গাইবান্ধার ৩ জন রয়েছেন।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, মেট্রোপলিটন ডিবি’র এক পুলিশ সদস্য (৩৭), সিআইডি’র এক পুলিশ সদস্য (৪৮), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সদরের এক পুরুষ (৫৫), তারাগঞ্জের এক পুরুষ (৩৫), আরটিআই কর্নারের এক সিনিয়র স্টাফ নার্স (২৯), অপর সিনিয়র স্টাফ নার্স (৪২), কেরানীপাড়ার এক বৃদ্ধ (৭০), তপোধনের এক পুরুষ (৩০), বাহার কাছনার এক পুরুষ (৪০), তাজহাট স্কুলের এক পুরুষ (৫৯), সাতমাথার এক পুরুষ (৩৪), ধাপ শ্যামলী লেনের এক পুরুষ (৪৭), নগরীর ১৮নং ওয়ার্ডের এক পুরুষ (৪০), সাতগাড়ার মিস্ত্রিপাড়ার এক কিশোর (১৬), এক নারী (৪০), তাজহাটের এক পুরুষ (৪০), রাধাবল্লভের এক পুরুষ (৫০), দামোদরপুরের এক নারী (৫৩), পীরগাছা ওসমানপুরের এক বৃদ্ধ (৭২)।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তরা হলেন, লালমনিরহাট সদরের এক বৃদ্ধ (৬৫), হাতিবান্ধা টংভাঙ্গার এক বৃদ্ধ (৬০), লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৫৫)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, গাইবান্ধা আনসার ভিডিপি অফিসের এক পুরুষ (৩৩), গাইবান্ধা সাদুল্ল্যাপুর নলডাঙ্গার এক পুরুষ (৩৩), গাইবান্ধা পৌরসভার এক যুবক (২৮)।
বৃহস্পতিবার ১৮৬ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ১৪৪ জন। সুস্থ্য হয়েছেন, ২ হাজার ৭৬০ জন।