করোনা সংকট মোকাবিলার জন্য রংপুরের গঙ্গাচড়ায় ৫ সহস্রাধিক পরিবার আর্থিক সহায়তা পাচ্ছে। বৃহষ্পতিবার জেলা প্রশাসক রংপুর এর সম্মেলন কক্ষে এ কর্মসুচীর উদ্বোধন করা হয়।
জানা যায় কোবিড -১৯ সৃষ্ট সংকট থেকে উত্তোরনের জন্য উপজেলার মর্নেয়া ইউনিয়নের ৫ হাজার ৪৭৮ টি অসহায় ও অতিদরিদ্র পরিবার এ কর্মসুচীর আওতায় আসছে। প্রসপারেটি প্রকল্পের আওতায় ,পিকেএসএফ এর সহযোগিতায় ইএসডিও(ইকো সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন) বেসরকারি সংস্থার বা¯তবায়নে এ কর্মসূচীতে প্রতিটি পরিবার প্রতিমাসে তিন হাজার টাকা করে পাবে।তারা তিন মাসে মোট নয় হাজার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাবে। এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরহাদ হোসেন উপ-পরিচালক(উপ-সচিব) স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয়,রংপুর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম। এ সময় মর্নেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক আলীি আজাদ, সংস্থার প্রকল্প সমন্বয়কারি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপৎিত্ব করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী যামিনি কুমার রায়। এন সময় আমন্ত্রিত অতিথিগন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কয়েক অসহায় নারীদের টাকা প্রদান করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।