রংপুরের তারাগঞ্জে মসজিদের ইমাম আতিকুর রহমানের (২৯) বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী ওই ইমামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় ওই শিশুর বাবা মামলা দায়ের করেছে। ওই শিশুকে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযুক্ত ওই ইমাম তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ওসমান গণি।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আতিকুর রহমান প্রায় আড়াই বছর ধরে উপজেলার কুর্শা ইউনিয়নের একটি মসজিদের ইমামের দায়িত্বে আছেন। মসজিদের পাশেই তিনি একটি ঘরে একাই রাত্রিযাপন করতেন। মসজিদে ইমামতির পাশাপাশি তিনি ওই ঘরে সকালে শিশুদের আরবি শিখাতেন। ধর্ষণের শিকার ওই শিশু এক বছর ধরে আতিকুরের কাছে আরবি শিখছেন। বুধবার সকাল ৮টায় অন্য শিশুদের সাথে ওই শিশুও ইমামের কাছে আরবি শিখতে যায়। ইমাম অন্য শিশুদের ছুটি দিলেও ওই শিশুকে আরও পড়া শেখাবেন বলে থাকতে বলেন। এরই একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে ইমাম ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে জ্বীন লাগিয়ে মেরে ফেলবেন বলে ওই শিশুকে হুমকি দেন। ফলে শিশুটি বাসায় ফিরে ঘটনাটি কাউকে জানায়নি। বিকাল ৪টার দিকে ওই শিশু অসুস্থ হয়ে পড়লে শিশুটির মা তার কাছ থেকে ঘটনাটি জানতে পারেন। এরপর ওই শিশুকে প্রথমে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই ইমামকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই ইমামের বিরুদ্ধে বুধবার রাত ১০টায় মামলা দায়ের করেন।
তারাগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে ওই ইমামকে জেল হাজতে পাঠানো হয়েছে।