খুলনার পাইকগাছায় দেলুটি ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে হামলা ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা হয়েছে যার নং ৩৩৩/২০।
মামলা সূত্রে জানাযায়. ঘটনার দিন বুধবার রাতে স্থানিয় সেবা রানী মন্ডল পাশ্বর্তী জৈনক নারান চন্দ্র রায়ের নিমন্ত্রণে তার বাড়ি থেকে রাতের খাওয়া-দাওয়া শেষে আনুমানিক রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে স্বপন কুমারের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা তাদের গতিরোদ করে হঠাৎ কিছু বুঝে উঠার আগে সেবা রানী সহ তার সাথে থাকা চার জনের উপরে দা, লাঠি, সাবল নিয়ে হামলা করে। তাতে তারা ফোলা যখম হয়। এবং একটি স্বর্ণের কানের দুল কান থেকে ছিড়ে নেয়, যার মুল্য ১৫০০০ হাজার টাকা ও আরো দু'জনের গলা থেকে দুটি স্বর্ণের চেইন ছিড়ে নেয় যার মূল্য ৪৫০০০ ও ৭০০০০ টাকা বলে এজাহারে উল্লেখ করেছেন।
মামলার বাদির কাছে জানতে চাইলে তিনি বলেন, আসামিদের সাথে আগেই মনো মালিন্য ছিলো তারা পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে এ'ঘটনা ঘটিয়েছে। এ বিষয় মামলার আয়ু এসআই তাকবির বলেন মামলাটি তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।