খুলনার পাইকগাছায় মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামানের বিরুদ্ধে এলপিআর এ থাকা অফিস সহকারী সিরাজুলকে মারপিট করে হাসপাতালে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে মহিলা বিষয়ক কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে বাসার ৩ তলা এ তুলকালাম ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি অবসরপ্রাপ্ত মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী সিরাজউদ্দীন জানান, আমি গত ১১ মাস পূর্বে এ অফিস থেকে অবসরে গিয়েছি। কিন্তু কর্মচারী সংকট থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি দাপ্তরিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে অফিস কর্মকর্তা মনিরুজ্জামান স্যারকে অবসরে যাওয়া কাগজ পত্রের ফাইলটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর অনুরোধ করলেও তা তিনি করছেন না। তার অভিযোগ, ঘটনার সময় আবারো ফাইলটি পাঠানোর কথা বললে এর প্রতিউত্তরে ফাইলটি পাঠানোর জন্য ১লক্ষ টাকা দাবি করেন। এ সময় দু’জনের মধ্যে তর্ক বিতর্কের একপর্যায়ে মনিরুজ্জামান আমাকে কিল, চড় ও লাথি মারতে মারতে অফিসের বারান্দায় নিয়ে আসে। ঘটনার পরপরই সাংবাদিকরা হাসপাতাল ও সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছিয়ে মারপিটের অভিযোগ সম্বন্ধে জানার চেষ্টা করলে মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, সিরাজ উদ্দীন আমাকেও মারতে উদ্দ্যত হয়। তিনি তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি অবহিত করার বথা বলে আরো জানান, সিরাজউদ্দীন গত ২ দু’মাস ধরে অফিসিয়াল ফাইলপত্র বুঝে দেয়নি সেজন্য তার অবসরের ফাইলটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো সম্ভব হয়নি।