বাগেরহাটের ফকিরহাট বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে বুধবার বেলা ১১টায় প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বাংলাদেশ ব্যাংক এর মহাব্যবস্থাপক গোবিন্দ লাল গাইন। বেসিক ব্যাংক লিমিটেডের ফকিরহাট শাখার সহকারি মহাব্যবস্থাপক মোঃ শামীম খানের সভাপতিত্বে বিশেষ অথিথি ছিলেন খুলনা বেসিক ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক পলাশ দাশগুপ্ত, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, প্রধান শিক্ষক, শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসিক ব্যাংক কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। এ সময় অপারেশন ম্যানেজার মনোজ কুমার মন্ডলসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।