বাগেরহাটের ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের উদ্যোগে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য নন্দিত জননেতা শেখ হেলাল উদ্দীনের সুস্থতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান। এতে সভাপতিত্ব করেন অত্র কলেজ অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। প্রভাষক মনোতোষ রায় কেষ্ট এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, সহ-সভাপতি শেখ আ: রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় সহকারি অধ্যাপক দেবদুলাল বসু চম্পক, তাপস কুমার বিশ্বাস, মাসুদ হোসেন মুক্ত, প্রভাষক পরিমল মন্ডল, সচিন্দ্রনাথ রায়, কাজি ডেইজী, কামরুন্নাহার শিউলি সহ বিভিন্ন শিক্ষকগন উপস্থিত ছিলেন।