সিরাজদিখানে ভোক্তা অধিকার আইনে ২ দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইছাপুরা বাজারে এ ভ্রাম্যমান আদালত বসে। এ সময় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য সংরক্ষণ করায় জাতীয় ভোক্তা অধিকার ২০০৯ এর ৪৫ ও ৪৬ ধারায় বিসমিল্লাহ সুইটমিট এর স্বত্বাধিকারী মালেক মিয়াকে বিশ হাজার এবং গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডারে মালিক নিরঞ্জনকে দশ হাজার টাকাসহ মোট ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ। সাথে ছিলেন থানার সহকারি উপপরিদর্শক মাজেদুল ইসলাম।