ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কওমী ওলামায়ে কেরাম পরিষদ এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাটে উপজেলাধীন বোয়ালিয়া বাসষ্ট্যান্ড এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে এসে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় ইসলামের শত্রু ম্যক্রনের কুশপুত্তলিকা দাহ করা হয়। ঘন্টাব্যাপি এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহণ করে। মিছিল শেষে প্রতিবাদ সভায় মোল্লাহাট কওমী ওলামে কেরাম এর সভাপতি ও উদয়পুর হালিমিয়া মাদ্রাসার মুহতামিম হাঃ মাওলানা আহম্মদ ইকবাল এর সভাপতিত্বে উপস্থিল ছিলেন ও বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, বড়ঘাট কবরস্থান মাদ্রাসার মুহতামিম হাঃ মাওলানা হাফিজুর রহমান, কাচনা দারিয়ালা মাদ্রাসার মুহতামিম হাঃ মাওলানা আব্দুল্লাহ, গাংনী মাদ্রাসার মুহতামিম হাঃ মাওলানা হেদায়েত উল্লাহ, গাওলা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজাম উদ্দিন, বড়ঘাট কবরস্থান মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আতাউল্লাহ, ভান্ডারখোলা মাদ্রাসার মুহতামিম আঃ কারিম, কোদালিয়া মাদ্রাসার মুহতামিম কিবরিয়া প্রমুখ।
বক্তারা এ সময় ফ্রান্সের সকল পন্য বয়কটের আহবান জানিয়ে বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তারা বলেন অবিলম্বে ফ্রান্সের প্রধাম মন্ত্রীকে মুসলিম জাতীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চলবে। পরে বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত এর মধ্যদিয়ে প্রতিবাদ মিছল শেষ হয়।