মোল্লাহাটে নারী-শিশু নির্যাতন প্রতিরোধ উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা হয়। নারী শিশু নির্যাতন প্রতিরোধ উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফরা তাসনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। এ ছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন ওই কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক আবু হাসান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন ও ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলে।
সভা সঞ্চালনা করেন- নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার।