২৫ শতাংশ জায়গার খাস পুকুর। নিয়ম বহির্ভূত ভাবে সাবলীজ এনেছেন ছিদ্দিক মিয়া। কথা ছিল মাছ চাষের। মাছ চাষ হয়নি। পুকুরে গরূর খামারের বর্জ্য ও ময়লা ফেলে মশা উৎপাদনের কারখানা বানানো হয়েছে। গোসল ও নামাজের ওযু করা বন্ধ হয়ে গেছে ওই পুকুরে। দূর্গন্ধে দূষিত হচ্ছে সেখানকার পরিবেশ। পুকুরের আশপাশের লোকজন পড়েছে চরম দূর্ভোগে। গ্রামবাসীর হাজারো আকুতিতে সাবলীজ গ্রহনকারী ছিদ্দিক মিয়ার মন গলছে না। উল্টো ক্ষমতার প্রভাবে হুমকি দিচ্ছেন গ্রামবাসীকে। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্ছ গ্রামের এ ঘটনা থেকে পরিত্রাণ পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৩ মাস আগে লিখিত অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা। কিন্তু তারা কোন প্রতিকার পায়নি আদৌ। অভিযোগপত্র, সমবায় অফিস ও স্থানীয় সূত্র জানায়, কালিকচ্ছের প্রত্যাশা মৎস্যজীবী সমবায় সমিতি কানিউচ্ছ গ্রামের ১২৬-২৮ দাগের খাস পুকুরটি মাছ চাষ করতে ৩ বছরের জন্য ইজারা পায়। প্রত্যাশা পুকুটি সাবলীজ দেয় ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ছিদ্দিক মিয়ার কাছে। ছিদ্দিক মিয়া মাছ চাষ না করে পুকুরের পাড়ে করেছেন গরূর খামার। গত দুই বছর ধরে খামারের বর্জ্য ও অন্যান্য ময়লা পাইপের মাধ্যমে ফেলছেন পুকুরে। অতিরিক্ত বর্জ্যরে চাপে পুকুরের পানি কাল রং ধারণ করে দূষিত হয়ে গেছে। দিনে রাতে চারিদিকে দূর্গন্ধ ছড়াচ্ছে। নষ্ট হচ্ছে পরিবেশ। আর উৎপাদন হচ্ছে লাখ লাখ মশা। বন্ধ হয়ে গেছে মুসল্লিদের ওযু গোসল। পাড়ের বাসিন্ধারা আগের মত তরকারি কাপড় পুকুরে ধৌত করতে পারছেন না। সেখানকার লোকজন রয়েছেন চরম দূর্ভোগে। ছিদ্দিক মিয়াকে বারবার অনুরোধ করেও কোন সুরাহা পাচ্ছে না গ্রামবাসী। তাই তারা গত ১২ জুলাই এ বিষয়ে নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। ৩ মাস পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেই। গ্রামের বাসিন্দা সমুজ আলী, জিলন মিয়া ও হেলাল মিয়া বলেন, ছিদ্দিক মিয়া মাছ চাষ না করে বর্জ্য ফেলে পানি ও পরিবেশ নষ্ট করছেন। দূর্গন্ধে ঘরে বসবাস করতে পারছি না। জানালা খুলতে পারছি না। ছিদ্দিক মিয়া বলেছে সে নাকি ময়লা ফেলার জন্যই পুকুর ইজারা এনেছে। সরাইলের এক প্রভাবশালী আ.লীগ নেতার প্রভাব দেখিয়ে ছিদ্দিক মিয়া বলে ইউএনও কেন আরো উপরে অভিযোগ দাও। আমার কিছুই হবে না। সরাইল উপজেলা সমবায় কর্মকর্তা আবদুর রহমান বলেন, খাস পুকুর ইজারা নিয়ে সাবলীজ দেওয়ার কোন বিধান নেই। জনগণের ক্ষতি হয় এমন কাজও করা যাবে না। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) ফারাজানা প্রিয়াংকা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে এ বিষয়ে দ্রƒতই আইনগত ব্যবস্থা নেয়া হবে।