মেহেরপুরের গাংনীতে মাদকাসক্ত দেবর আকরামুল হকের ছুরিকাঘাতে ভাবি মালা খাতুন খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১ টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সকাল ১০ টায় উপজেলার বামুন্দী চেরাগিপাড়ার নিজ বাড়িতে ছুরিকাঘাত করে। নিহত মালা খাতুন বামুন্দী চেরাগিপাড়া একরামুল হকের স্ত্রী। একরামুল হক ও আকরামুল হোসেন বামুন্দী চেরাগি পাড়ার সলেমান মিয়ার ছেলে।
প্রতিবেশিরা জানান,আকরামুল হোসেন তার ২ বছরের ছোট ছেলেকে মারধর করছিলো এ সময় তার ভাবি মালা খাতুন বাধা দিতে আসলে ধারালো ছুরি পেটে ঢুকিয়ে দেয়। আহতবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, আকরামুল হোসেন চায়ের দোকান রয়েছে। মাদকাসক্ত হওয়ার কারণে মাঝে মধ্যে দোকান বন্ধ রেখে মাদক সেবন করতো। একারনে স্ত্রী ও সন্তানদের সাথে তার প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। বাধ্য হয়ে আকরামুল হোসেনের স্ত্রী তাকে ৪ মাস পূর্বে ছেড়ে বাবার বাড়িতে বসবাস করছে। নিহত মালা খাতুনের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে। আকরামুল হক পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।