মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপির চাাচাতো ভাই দক্ষিন -পশ্চিম অঞ্চলের আওয়ামী রাজনীতির অভিভাবক ও দক্ষিন পশ্চিম বঙ্গের উন্নয়নের রুপকার সংসদ সদস্য বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন এমপি ও তার মাতা রিজিয়া নাসেরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গত ৩ নভেম্বর বিকাল ৫টায় কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা, মিলাদ, দোয়া ও তাবারক বিতরন অনুষ্ঠান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের বাড়িতে অনুষ্ঠিত হয়। গতকাল ৪ নভেম্বর কচুয়া উপজেলার সকল এতিম খানায় কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠান।এছাড়া ৪ নভেম্বর থেকে আগামী এক সপ্তাহ ধরে উপজেলার সকল মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং তাবারক বিতরন অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শিকদার আবু বক্কার সিদ্দিক,জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর।
এসময় উপস্থিত ছিলেন রাড়িপাড়া ইউনিয়ন চেয়ারম্যান তাসলিমা বেগম,কচুয়া ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. পঙ্কজ কান্তি অধিকারী,বাধাল চেয়ারম্যান নকীব অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ,শ্রমীকলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ,মহিলা আওয়ামীলীগ, মহিলা যুবলীগের সভাপতি সম্পাদক,রাড়িপাড়া ইউনিয়ন আওয়মীলীগের সভাপতি সেখ দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র দত্ত, ধোপাখালী ইউনিয়ন আওয়মীলীগের সভাপতি আঃ হাই, গোপালপুর ইউনিয়ন আওয়মীলীগের সাধারন সম্পাদক সেখ রাজিব সহ উপজেলা আওয়ামী লীগের সকল ইউনিয়নের সভাপতি সম্পাদকবৃন্দ এবং উপজেলার সকল সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ। আলোচনা সভা শেষে শেখ হেলাল উদ্দিন এমপি ও তার মাতা রিজিয়া নাসেরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ, দোয়া তাবারক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।