বুধবার দুটি অভিযানে বাগেরহাটের চিতলমারী উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে প্রায় ১৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় কারেন্ট জাল রাখা ও ব্যবহারের অপরাধে ভ্রাম্যমান আদালত চার জনকে আট হাজার টাকা জরিমানা করে।
জেষ্ঠ্য উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম জিল্লুর রহমান রিগান জানান, বুধবার শৈলদাহ বাজারে অভিযানকালে একটি দোকান থেকে প্রায় সাত হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত দুইজন দোকানিকে চার হাজার টাকা জরিমানা করে। এরপর চলতি ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মধুমতি নদীতে অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ১০ হাজার মিটার চরঘেরা কারেন্ট জাল জব্দ হয়। এই অভিযানকালে ভ্রাম্যমান আদালত দুই জেলেকে চার হাজার টাকা জরিমানা করে।