আজ বুধবার সকাল ১০টায় প্রায় কোটি টাকা ব্যয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ এ্যাড. সামছুলআলম দুদু।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রী প্রদীব কুমারের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা প্রকৌশলী আবদুল কাইয়ুম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী ও প্রধান শিক্ষিকা সেলিনা বানু।