বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাছের ঘেরে কাজে গিয়ে সাপের কামড়ে বীর মুক্তিযোদ্ধা মো. সুরত আলী মল্লিকের (৭৫) মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলমের উপস্থিতিতে চৌকশ পুলিশ দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন। এরপর তাঁর দাফন সম্পন্ন হয়। সুরত আলী চিতলমারী সদর ইউনিয়নের আড়-য়াবর্নি ডর-পশ্চিমপাড়া গ্রামের প্রয়াত মনিরুল মল্লিকের ছেলে। তাঁর চার ছেলে, তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে।
সুরত আলীর ভাই কাদের মল্লিক জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের মাছের ঘেরে তিনি কাজ করতে যান। ঘেরের পাড়ে থাকা ছোট ছোট গর্ত আটকানোর সময় তার হাতে সাপে কামড় দেয়। ধীরে ধীরে তিনি ঝিমিয়ে পড়েন। তাকে নিয়ে স্থানীয় কবিরাজ হাফেজ এমদাদুল হকের নিকট নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুরত আলীর বাম হাতের অনামিকা আঙ্গুলের পাশে সাপের কামড়ের দাগ দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।