ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় ৬৩টি ট্রেনের টিকেটসহ দুই টিকেট চোরা কারবারীকে আটক করেছে র্যাব।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে।
ভৈরব র্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের স্বক্ষরিত বুধবার দুপরে এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ নভেম্বর বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল থানাধীন ব্রাহ্মণবাড়িয়া লেস্টেশনে ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড্র কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসেনরে নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিল্লাল মিয়া,পিতা:-লিলু মিয়াএবং ইয়ামিন মিয়া,পিতা:-জমশেদ মিয়াকে আটক করে।পরবর্তীতে তাদের দেহ তল্লাসী করে বিভিন্ন ট্রেনের ৬৩টি টিকেট উদ্ধার করা হয়।যার মুল্য ১১হাজার ৫৬৫ টাকা।আটককৃত দুইজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের মোড়াইল এলাকায়।এঘটনায় র্যাব বাদি হয়ে আথাউড়া রেল থানায় মামলা দায়ের করেছে।