‘ স্বাস্থ্যই সুখের মুল’ এ শ্লোগানে বর্তমান সরকার সারা দেশে সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাহিদা অনুযায়ী সকল ঔষুধ সরবরাহসহ ডিজিটেল পদ্ধিতির আওতায় এনেছেন। পিরোজপুর জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা নেছারাবাদ (স্বরুপকাঠি) স্বাস্থ্যকমপ্লেক্সেটি ৪৩ বছরেও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন না হলেও গত ১০ বছর ধরে বর্তমান সরকারের সেকাল- একালের আমলে স্বাস্থ্যসেবার মান উন্নায়নসহ কঠিন রোগীদের প্রয়োজনীয় ঔষুধ ফিসহ্র পাচ্ছে অত্যাধুনিক স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবায় সরকারের অত্যাধুনিক প্রযুক্তির কারণে অনেক জটিলরোগীদের মৃত্যুর সংখ্যা আগের চেয়ে প্রায় ২.৩৯% কমে আসছে। নারা দেশের হাসপাতাল ভবনগুলো অত্যাধুনিক করা হলেও ঐতিহ্যবাহি স্বরুপকাঠি হাসপাতালটি অত্যাধুনিকতার দিক থেকে পিছিয়ে রয়েছে। ১৯৬৫ সালের ২৭ এপ্রিল ১ লাখ ৩৬ হাজার ৯ শত ৮৪ জন জনবসতির স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে ৩১ শয্যাবিশিষ্ট তিনতলা নির্মিত ভবনটি স্থাপিত হয়। পরবর্তীতে ২০০৭ সালে ২ লাখ ১ হাজার ১৩শত ৯৮ জন জনসংখ্যার লক্ষ্যে ১৯ শয্যিিবশিষ্ট আর একটি তিনতলা হাসপাতাল ভবন নির্মান করা হয়। কিন্তু প্রতিষ্ঠালগ্লে নির্মিত ৪২ বছরের পুরানো ও জরাজীর্ণ তিন তলা বিশ্লিষ্ট ৩১শয্যাবিশিষ্ট ভবনটি ২০০৮ সালের ১৪ নভেম্বর অপসারণ কারার নির্দেশ দেয় সাকারের সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা অধিদপ্তর। সরকারের এ নির্দেশ কার্যকারী না করে ঔভবনটির পাশেই ১৯ শয্যাবিশিষ্ট আর একটি ভবন নির্মাণ করে ৫০ বেডে উন্নাত করা হয় এ হাসপাতালটি। জরাজীর্ণ এ ভবনটি আশিরদশকে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঐ হাসপাতাল গেটে টানিয়ে দেয়া ভবনটি অতীব ঝুঁকিপূর্ণ। অথচ এ ভবনের নিচতলাতেই দীর্ঘদিন যাবৎ চলছে জরুরী বিভাগের কার্যক্রম। ২০১৮ সালের ২৩ জানুয়ারি এক জনপরিসংখ্যানের রির্পোট অনুযায়ই নেছারাবাদে (স্বরুপকাঠি) জনবসতির সংখ্যা ২ লাখ ২২ হাজার ২ শত বত্রিশ জন। পরিত্যাক্ত ও ঝুঁকিপূর্ণ ৩১ শর্য্যাবিশ্লিষ্ট পুরনো ভবনের ছোট একটি কক্ষে চলছে জরুরী বিভাগের সেবাদান। ১৯০৮ সালে ঝুঁকিপূর্ণ ৩১ শয্যাবেড়ের হাসপাতালের জরুরী বিভাগ ছাড়া সব কার্যক্রম নতুন ভবন ১৯ স্থানান্তর করা হয়া। সে থেকেই ৫০ বেড়ের সব কার্যক্রম চলছে ১৯ বেড়ের ভবনে। হাসপাতাল সুত্র জানায়, বারান্দার করিডোরে সার্বক্ষণিক রোগী ভরপূর এবং প্রতিদিন ৮০/৯০জন রোগী ভর্তি হচ্ছে যা ৫০ বেডের স্থালে ১৯ বেড ভবনে সামাল দেয়া সম্ভব নয়। অনেক সময়ে বেডের স¦ল্পতায় আর ডাক্তরের অভাবে মূমূর্ষ রোগীকে বিভাগীয় শহর মেডিকেলে পাঠানোর জন্যও রয়েছে এ্যাম্বুলেন্স সমস্য। এছাড়াও এ হাসপাতালে মানসম্পান্ন অপারেশনের জন্য অটিতে অধিকাংশ যন্ত্র্যাংশ থাকলেও র্সাজন ও অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে হাসপাতাল প্রতিষ্ঠালগ্ন থেকে আজও চালু হয়নি অপারেশন থিয়েটার। জুনিয়র কনসালটেন্ট র্সাজন ও অ্যানেসথেশিয়া ডাক্তরের অভাবে কোটি-কোটি টাকার ওটির যন্ত্র্যাংশ ব্যবহার না করায় নষ্ট হয়ে যাচ্ছ। সংশ্লিষ্ট কার্যালয় সুত্র জানায়, ২০ বছর আগে ১টি অ্যানালগক এক্স-রে মেশিন থাকলেও তাতে পরীক্ষা মূলকভাবে ২/৩ মাস চালু থাকার পর রহ্যসজনক ভাবে এটি বন্ধ হয়ে যাওয়ার পর আর চালু হয়নি। রোগ নির্নয়ের জন্য ডাক্তদের দেয় পরীক্ষা-নিরীক্ষা দালালদের চক্রেপড়ে অনেক অর্থব্যয়ে রোগীদের করে আনতে হয় পাশ^বর্তী ক্লিনিক থেকে। কয়েক বছর ধরে ২টি অ্যাম্বুলেন্স অকেজো পড়ে রয়েছে পূরনো ভবনের সামনে। ধার করা অ্যাম্বুলেন্সটিও প্রায় অকেজো থাকায় মূমূর্ষ রোগীকে নিয়ে পড়তে হয় চরমভোর্দুভোগে। নেছারাবাদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানবীর আহম্মেদ সিকদার বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঞ্জুরীকৃত পদ অনুযায়ী এ কমপ্লেক্সে প্রথম শ্রেনীর ২১ জন ডাক্তর থাকার বিধান থাকলেও আছে মাত্র ৭ জন, ১৪ জন ডাক্তরের পদ শূন্য রয়েছে। র্সাজারী, মেডিসিন, গাইনী এন্ড অব , এ্যানেসথিয়া, শিশু, অর্থোপ্যাডিকস, কার্ডিলোজিষ্ট, চক্ষু, ই.এন.টি, চর্ম এ ১০টি বিভাগে ১০ জন জুনিয়র কনসালটেন্টের স্থালে আছে মাত্র অর্থোপ্যাডিসের ১ জন ডাক্টর। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, আর.এম.ও, সহকারী র্সাজন,এম.ও, আই.এম.ও, ই.এম.ও, প্যাথলজিষ্ট/ এনেসথেটিষ্ট ও সহকারী ডেন্টাল র্সাজনসহ ১১ জনের বিপরীতে আছে মাত্র ৫ জন। সর্বমোট ৭ জন ডাক্তর দ্বারা ৫০ বেডের প্রতিদিন আউটডোর ও ইনডোরের প্রায় পাচ শতধিক রোগীর সেবাদানে অসম্ভব হয়ে পড়ছে। মূমূর্ষ রোগীদের উন্নাত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের অভাবে বিভাগী শহরে পাঠাতে দুর্ভোগে পড়তে হয় ডাক্তর ও রোগীদের। স্থানীয় ও আশ-পাশের ঔষুধ ব্যবসায়ীদের অভিযোগ, ৫৩ বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ভবনটি অতিদ্রুত অপসারণ না করলে যে কোনো সময় রানাপ্লেজারের মত র্দূঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা চেয়ার ম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, ডাক্তর সংকট, এ্যাম্বুলেন্স সমস্য ও ঝুঁকিপূর্ণ ভবন অপসরণসহ হাসপাতালের নানানবিধ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ইতোমধ্যই জানানো হয়েছে, আশাকারি অচিরেই এর সমাধান হবে।