দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৮৩ জনে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৫৯ জন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।