বকশীগঞ্জে ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া এক স্কুল ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে মিজানুর রহমান মিজান (২৫) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পৌর শহরের মেষেরচর বড়ইতারী এলাকায় এই ঘটনা ঘটে। রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মিজানকে গ্রেফতার করা হয়। মিজান একই এলাকার আবদুস সামাদের ছেলে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে,রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মেষেরচর বড়ইতাড়ী গ্রামের ৬ষ্ঠ শ্রেণী পড়–য়া এক স্কুল ছাত্রী বসতঘর থেকে বের হয়ে টয়লেটে যাওয়ার সময় আগে থেকেই উৎপেতে থাকা একই গ্রামের বাসিন্দা প্রতিবেশী বখাটে মিজানুর রহমান তার মুখ চেপে ধরে বাড়ি সংলগ্ন রান্না ঘরের পিছনে নিয়ে যায়। এক পর্যায়ে মিজান ওই স্কুল ছাত্রীকে জোড়পূর্বক শ্লীলতাহানী করে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে ওই স্কুল ছাত্রীর ডাকচিৎকারে প্রতিবেশী ও আত্বীয় স্বজনরা এসে তাকে উদ্ধার করে। লোকজনের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় বখাটে মিজান।
এই ঘটনায় রাতেই স্কুল ছাত্রীর পিতা বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে বখাটে মিজানকে গ্রেফতার করে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান,এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ ও স্কুলছাত্রীকে জবানবন্দির জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।